শিফট আইনে থাকছে না শেখ হাসিনার নাম

১ জুলাই, ২০২৪ ১৮:৪০  

শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি শিফট আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই আইনে শেখ হাসিনার নাম বাদ দিয়ে শুধু ‘ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি শিফট আইন’ নাম দেওয়া হয়েছে।

সোমবার অর্থবছরের প্রথম মন্ত্রিসভা কমিটির বৈঠকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ থেকে ‘শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি আইন-২০২৪’ এর খসড়া প্রস্তাব আসে। তখন প্রধানমন্ত্রী নামকরণের বিষয়টি নাকচ করে দেন।

বৈঠকের বিষয়ে বিকালে সচিবালয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে উপস্থাপিত ‘শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রনটিয়ার টেকনোলজি (শিফট) আইন, ২০২৪’-এর খসড়ার নীতিগত অনুমোদনের জন্য সভায় উপস্থাপিত হওয়ার পর প্রধানমন্ত্রী প্রথমেই বললেন, এটি উনার নামে হবে না। তাই প্রধানমন্ত্রীর নাম বাদ দিয়ে ‘ইনস্টিটিউট অব ফ্রনটিয়ার টেকনোলজি আইন, ২০২৪’ নামে খসড়াটি অনুমোদন দেয়া হয়েছে। ইনস্টিটিউট অব ফ্রনটিয়ার টেকনোলজি’-এর একটি গভর্নিং বোর্ড এবং একজন প্রধান পৃষ্ঠপোষক থাকবেন। এক্ষেত্রে প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরো বলেন, এটি মূলত তথ্য, প্রযুক্তি ও যোগাযোগ সংক্রান্ত গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন, প্রশিক্ষণকেন্দ্রিক হাইলেভেল টেকনোলজি বেইজড ইনস্টিটিউট হবে। মাদারীপুরের শিবচরে এই ইনস্টিটিউট করার উদ্যোগ নিয়েছে আইসিটি বিভাগ। এটি এই ক্যাটাগরির প্রথম প্রতিষ্ঠান। এজন্য মন্ত্রিসভার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর নামে প্রতিষ্ঠানটি করার প্রস্তাব করা হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী তাতে সম্মতি দেননি।

এসময় একজন সাংবাদিক জানতে চান প্রধানমন্ত্রীর নামে অন্য কোনও প্রতিষ্ঠান হবে কি? জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, উনার নামে উনি আর কোনও প্রতিষ্ঠান করবেন না।

সচিব জানান, রফতানি নীতিমালা ২০২৪-২৭ এর ক্ষেত্রে ছোটখাটো পর্যবেক্ষণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পর রফতানি বাজারে যে চ্যালেঞ্জ আসবে সেগুলো মোকাবিলার জন্য অবশ্যই এই রফতানি নীতিতে উদ্যোগ থাকতে হবে। সফটওয়্যার রফতানির পাশাপাশি ইলেকট্রনিক ডিভাইস রফতানির উদ্যোগ নিতে হবে। সেজন্য রফতানিকারকদের প্রয়োজনীয় সহায়তা করা হবে।